Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক সময়ে  উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এক বিশাল প্রাণিসম্পদ প্রর্দশনী -২০২১ অনুষ্ঠিত হয় ।

”পুষ্ঠি, মেধা, দারদ্রি বিমোচন

প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন “ এই প্রতিপাদ্য বিষয়  নিয়ে গত ০৫ জুন মধুখালী উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ৫০ টি স্টল নিয়ে  এক জমজমাট প্রাণিসম্পদ প্রর্দশনী  অনুষ্ঠিত হয় । প্রাণিসম্পদ মেলায় উন্নত জাতের গাভী, ষাড়,ছাগল সহ বিভিন্ন প্রকার পোষা প্রাণি প্রর্দশন করা হয় ।

সাম্প্রতিক সময়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক বিনামুল্যে গবাদী পশুর তড়কা, বাদলা, গলাফুলা, ক্ষুরা রোগের ভ্যাকসিন প্রদান করা হয় । এছাড়াও ছাগলের জন্য মরণব্যাধি রোগ পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হয় ।

প্রাণিসম্পদ দপ্তর মধুখালী কর্তৃক সকল ধরনের প্রাণীকে কৃমিমুক্তকরণের জন্য বিনামুল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয় ।