শিরোনাম
মধুখালীতে এনএটিপি-২ এর আওতায় গরু-ছাগল ও পিকআপ ভ্যান বিতরণ।
বিস্তারিত
মধুখালীতে এনএটিপি-২ এর আওতায় গরু-ছাগল ও পিকআপ ভ্যান বিতরণ।
উপজেলা প্রাণিসম্পদ দ্প্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মধুখালী, ফরিদপুর এ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-2 প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার সিআইজি খামারীদের মধ্যে AIF-2 ও AIF-3 এর উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, মধুখালী, ফরিদপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর, জনাব মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, মধুখালী, ফরিদপুর । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ পৃথ্বীজ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে মধুখালী উপজেলাধীন ৬টি ইউনিয়নের ৬টি সিআইজির মধ্যে তিনটি ছাগলপালন সিআইজির প্রত্যেকটিতে ৬০টি করে ছাগল, ২টি করে পাঁঠা ও একটি করে মাচা বিতরণ করা হয়। একটি গাভীপালন সিআইজিতে ৬টি বকনা এবং দুইটি গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজির প্রত্যেকটিতে ৮টি করে ষাঁড় বিতরণ করা হয়। এছাড়া AIF-3 এর আওতায় একজন খামারীকে ১টি পিক আপ ভ্যান প্রদান করা হয়।